বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ গঠনের পর প্রথম বৈঠকে বসেছে কোটা সংস্কার কমিটি। মন্ত্রি পরিষদ সচিবের দফতরে ৮ই জুলাই, রবিবার সকাল ১১ টার দিকে এ বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) এইচ এম নূরুল ইসলাম বৈঠক শুরুর বিষয়টি গণ-মাধ্যমকে নিশ্চিত করেছেন। গত ২রা জুলাই প্রজাতন্ত্রের চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/বাতিল অথবা সংস্কারের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!
১৫ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেবে এ কমিটি। গত ২রা জুলাই, রবিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশ ক্রমে জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমকে কমিটির প্রধান করা হয়। এছাড়া জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, পাবলিক সার্ভিস কমিশনের সচিব মনজুরুর রহমান (অতিরিক্ত সচিব), মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, সরকারি কর্ম কমিশনের সচিব আক্তারি জাহান, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভার প্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে নিয়ে এ কমিটি গঠন হয়।