জয় চক্রবর্তী, বনগাঁঃ শনিবার, ৭ই জুলাই দুপুর ১ টা নাগাদ গোপালনগর থানা এলাকার নহাটা রোডের শেরপুর মোড়ে একটি বাইক আরোহী ও একটি ট্রাকের মুখমুখি সংঘর্ষ হয়, গুরুতর অবস্থায় আহত বাইক আরোহী কে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন৷ পুলিশ জানতে পারে মৃত বাইক চালকের নাম ওসমান মণ্ডন (২০), বাড়ি গাইঘাটা থানার টাঙড়া এলাকায়৷ পুলিশ ঘাতক লরি ও তার চালক কে আটক করেছে৷
Thank you for reading this post, don't forget to subscribe!