Sunday, September 25, 2022
spot_img

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল বসিরহাট শোনপুকুরের একটি সাইকেল সারানোর দোকানের মালিক

 

শান্তনু বিশ্বাস, বসিরহাটঃ ৬ই জুলাই, বৃহস্পতিবার, বসিরহাট শোনপুকুর সংলগ্ন টাকী রোডের পাশে সকাল সাড়ে আটটা নাগাদ আজিজ নামে এক সাইকেল মিস্ত্রির একটি সাইকেল সারানোর দোকানের বারান্দায় কাজ চলাকালীন আচমকা চলন্ত তেলের ট্যাঙ্ক উঠে আসে। চালকের শেষ মুহূর্তের চেষ্টায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান ওই সাইকেল মিস্ত্রি।

কলকাতা থেকে হাসনাবাদগামী ট্যাঙ্কার-এর চালক ঘুমিয়ে পড়াতেই এই বিপত্তি বলে অভিযোগ তোলেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে গাড়ির স্টিয়ারিং আচমকা ঘুরে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন গাড়ির চালক রাহুল কুমার। এই ঘটনায় বড় কোনও ক্ষতি না হওয়ায় ট্যাঙ্কারের চালক কে আটক করেও কিছু সময় পরে তাকে ছেড়ে দেন স্থানীয়রা।

Related Articles

Stay Connected

0FansLike
3,499FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles