Thursday, October 20, 2022
spot_img

বাড়ীর মালিক বাড়ীতে না থাকায় অবাদে চুরি করে নিয়ে গেল লক্ষাধিক টাকার গহনা সমেত নগদ টাকা

 

জয় চক্রবর্তী, গাইঘাটাঃ অত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল গাইঘাটা থানার অমবৌলা এলাকার বাসিন্দা সুমিত্রা দাস ও তার ছেলে সুরজিৎ দাস (২৯)। আজ সকালে পাশের বাড়ি-র এক মহিলা দেখেন, সুমিত্রা দেবীর বাড়ীর মেইনগেট খোলা তৎপর গেট খুলে ভিতরে গিয়ে দেখেন ঘরের মূল দরজাটাও খোলা।

প্রথমে প্রতিবেশী ওই মহিলা ভাবেন সুমিত্রা দেবী বাড়ি ফিরে এসেছেন কিন্তু ডাকা ডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশিদের ডেকে বিষয়য়টি জানান। দেখা যায় বাড়ির আলমমারি ভাঙা, তাদের বুঝতে দেরি হয় না বাড়িতে চুরি হয়েছে। ফোনে খবর দেওয়া হয় সুমিত্রা দেবীর ছেলেকে ও সাথে সাথে খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। সুমিত্রা দেবীর ছেলে জানিয়াছেন লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা খোয়া গেছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,533FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles