31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বাংলাদেশে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ ১৯শে জুলাই

 

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১৩ লক্ষ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটবে আগামী ১৯শে জুলাই। সেদিন পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অফরাজুর রহমান জানিয়েছেন।

৫ই জুলাই, বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য ১৯শে জুলাই সময় দিয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে। রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। সারাদেশের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লক্ষ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles