মিজান রহমান, ঢাকাঃ গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে পোশাক শ্রমিকদের তিনটি সংগঠন। ৫ই জুলাই, বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতারা এ দাবি জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!
মানব বন্ধনে বক্তারা বলেন, গার্মেন্ট শিল্প অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আর এর শ্রমিকদের মজুরি দারিদ্র্য সীমার আয়ের নিচে। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই দেশের আর্থ সামাজিক অবস্থা বিচার করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা দরকার। বক্তারা আরও বলেন, মজুরি বাড়ানো শ্রমিকদের ন্যায্য দাবি। আশা করছি শিগগিরই আমাদের এ সমস্যার সমাধান হবে। এই মানব বন্ধনে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।