পল মৈত্র, বুনিয়াদপুর, দক্ষিন দিনাজপুরঃ ৫ই জুলাই, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ টে নাগাদ বংশীহারী থানার জোড়দিঘীর মহুগ্রাম এলাকায় বুনিয়াদপুর থেকে কুশমন্ডির দিকে একটি যাত্রী বোঝাই অটো যাচ্ছিল, পথে একটি সারমেয় কে বাঁচাতে গিয়ে অটো টি উল্টে গিয়ে এই বিপত্তি ঘটে। অটো থেকে ছিটকে পরে ঘটনা স্থলেই মৃত্যু হয় আশিক রোহন (৬) নামে শিশুটির। সে বুনিয়াদপুরের একটি বেসরকারী স্কুলের ছাত্র। বাড়ি কুশমন্ডি থানার চাকদাহ পাড়ায়। ঐ ঘটনায় শিশুটির মা সুরাইয়া বেগম সহ ৪ জন আহত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
স্থানীয়রা তাদের উদ্ধার করে রসিদপুর হাসপাতালে পাঠায়। এরপর স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার আইসি বিশ্বজিৎ ঘোষ ঘটনা স্থলে পৌঁছে অবরোধ তুলে দেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে।