জয় চক্রবর্তী, বনগাঁ, পেট্রাপোলঃ ভিন রাজ্য থেকে কচ্ছপ এনে বাংলাদেশে পাচার করতে গিয়ে ৪ঠা জুলাই, বুধবার গভীর রাতে পেট্রাপোল থানার ভবানীপুর এলাকা থেকে সিআইডি-র হাতে গ্রেফতার হল অরবিন্দ কুমার ওরফে চুন্নু মিঞা ও শ্রীকান্ত হালদার ওরফে মুরালী৷ ২১টি কচ্ছ্বপ উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে।
Thank you for reading this post, don't forget to subscribe!
ধৃত চুন্নু মিঞা উত্তর প্রদেশের কচ্ছপ পাচার চক্রের মূল পান্ডা, মূলত এ রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য বনগাঁ সীমান্তে গোপন আস্তানা গেড়ে চুন্নু এই কারবার চালাত বলে জানা গিয়েছে৷বেশ কয়েক বছর ধরেই গোয়েন্দাদের নজরে ছিল কচ্ছপ পাচারের এই পান্ডা, গত কয়েক দিন আগে একটি বড় ডিলের হিসাব নিকাশ করতে উত্তর প্রদেশ থেকে বনগাঁর ভবানীপুর গ্রামে মুরালীর বাড়িতে গা ঢাকা দেয় চুন্নু। এর পরেই গোয়েন্দা পুলিশ চুন্নুর ফোন ট্র্যাপ করে তার গতিবিধি সম্পর্কে টের পায়। ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ এ্যাক্টে মামলা রুজু করে তাদের বৃহস্পতিবার বনগাঁ আদালতে তুলে দেয় পুলিশ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেয়া হয়।