জয় চক্রবর্তী, গাইঘাটাঃ গাইঘাটা থানা এলাকার বড়া ঠাকুর নগর এলাকার বাসিন্দা বিকাশ বিশ্বাস (২৮) নামে এক যুবকের, তার নিজের বাড়ির পেছনের একটি লম্বা গাছে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ দুপুর ৩টে নাগাদ ঘরের জানলা দিয়ে প্রথম দেখতে পায় দেহটিকে মৃত যুবকের মা৷ পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিকাশ কলকাতায় শ্রমিকের কাজ করে, তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে কয়েক বছর হল আলাদা থাকে৷ বিকাশের পরিবারের অভিযোগ, প্রতিবেশি রীনা দাস নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে রীনার স্বামী শেখর দাস ও ছেলে বান্টি দাস বিকাশ কে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে।
পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ৪ঠা জুলাই, রাতে বিকাশের পরিবারের অভিযোগের ভিত্তিতে শেখর দাস, রিনা দাস (৩২) ও মিনা দাস (৪৬) কে গ্রেফতার বনগাঁ থানার পুলিস এবং বনগাঁ মহকুমা আদালতে তাদের পাঠানো হয়েছে।
1 - 1Share