শান্তনু বিশ্বাস,স্বরূপনগর:
১৮ ই জানুয়ারি স্বরূপনগর সিমান্তে বি.এস.এফের ৭৬নং ব্যাটালিয়নের সহযোগীতায় আড়শিকারী বি.ও.পি এবং গোবিন্দপুর বি.ও.পির উদ্যোগে উক্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মোট ২১ টি হাই বেঞ্চ প্রদান করেন পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম তুলে দিলেন বি, এস, এফের ৭৬নং ব্যাটলিয়নের সি. ও. নরেন্দ্র সিং এবং এদিন তার সাথে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট কমানডেন্ট নিজামুদ্দিন মুনসারি ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন। মূলত সিমান্তে জনসংযোগ বাড়াতে বি. এস. এফের এহেন কর্মযজ্ঞ-কে স্থানীয়রা সাধুবাদ জানান।
You May Share This