জয় চক্রবর্তী, বনগাঁঃ বনগাঁ হাবড়ার রেল যাত্রী দের দীর্ঘ দিনের সমস্যা হয়ে দারিয়েছে, ট্রেনে সিট রাখার দুরগুন। কখনো রুমাল, খবরের কাগজ, আবার কখনো বা জলের বোতল দিয়ে সহযাত্রী দের জন্য সিট রাখা হয়। যার ফলে নিত্য দিন সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারন যাত্রীরা। জায়গা রাখার একটি ছবি তুলে বনগাঁর বাসিন্দা তথ্য প্রযুক্তির কর্মী অভিষেক মন্ডল রেল দপ্তরে টুইট করেছিলেন। তাই ৩রা জুলাই, মঙ্গলবার সকাল ৬টা থেকেই বনগাঁ স্টেশনে সমস্ত ট্রেনে চলল জি আর পি ও আর পি এফের তল্লাসী।
Thank you for reading this post, don't forget to subscribe!
বছরের পর বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারন মানুষ, মুখ বুঝে এই দুরগুন সহ্য করে বহু রেল যাত্রী। তবে খুশীর খবর এটাই যে, দেরীতে হলেও রেল দপ্তরে অভিযোগের পরেই তৎপর হলো বনগাঁ জিআরপি। অপরদিকে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে বনগাঁ জিআরপি ও আর পি এফের ভূমিকা নিয়ে।