জয় চক্রবর্তী, গাইঘাটাঃ গাইঘাটার ঠাকুরনগর উচ্চবিদ্যালয়ে ৩০শে জুন, শনিবার ওয়েষ্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল। কিন্তু প্রকাস্যে চললো টুকলি। জানলা দিয়ে অবাধে পরীক্ষার্থীদের হাতে পৌছে গেল প্রশ্নর উত্তর। সূত্রের খবর, প্রশ্ন ফাঁস হয় তারপর উত্তর তৈরি করে প্রকাশ্যেই দেওয়া হচ্ছে নকল করবার জন্য৷ দায়িত্ত্বপ্রাপ্ত পরীক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করালেও তাকে সামনে পাওয়া যায় নি।
Thank you for reading this post, don't forget to subscribe!
গতকাল পরীক্ষা শুরু হয়। মোট ৩৩৪ জন পরীক্ষা দিচ্ছে ঠাকুরনগর স্কুলে। আজ সকাল ৯ টা ৪৫-এ পরীক্ষা শুরু হলেও বেলা ১১ টা নাগাদ থেকে শুরু হয় এই প্রকাশ্যে নকল প্রশ্ন টুকলি করার কাজ। একজন অভিভাবক বলেন, এই পরীক্ষায় এমনই হয়৷ যদিও শিক্ষা মহলের বক্তব্য এটা চরম অন্যায়, এভাবে পরীক্ষা হওয়া অনৈতিক৷ পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা পাওয়া যায়নি পুলিশের। কিন্তু কেন? এখন এটাই প্রশ্ন সবার।