Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, বাগদাঃ পঞ্চায়েত ভোটের দিন উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দাসের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগে বাগদা ঘাটপাতিলা এলাকা থেকে অখিল সর্দার নামে বছর ৪৫-এর এক বিজেপি কর্মীকে গতকাল রাতে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে ওই এলাকার তৃনমূল প্রার্থী তথা কনিয়াড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দাসের উপর ভোটের দিন ধুলুনি গ্রামে আক্রমণ, খুনের চেষ্টা ও মারধরের একটি মামলা অখিল সর্দার সহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল হয়। দিন ১৫ আগে হাইকোর্টের আগাম জামিনের আবেদন করেছিল ১৬ জন অভিযুক্ত। কিন্তু হাইকোর্ট ৭ জনের আগাম জামিন মঞ্জুর করে বাকি ৯ জনের জামিন না-মঞ্জুর করে দেয়।
অখিল সরদার সহ ৯ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বাগদা থানার পুলিস। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অখিল সরদারকে গ্রেপ্তার করা হয়, শনিবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়। প্রসঙ্গত হাইকোর্টে বেল আবার রিজেক্ট হয় গত ২৫শে জুন।