Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হিঙ্গলগঞ্জ: গত ২৭শে জুন, বুধবার হাসনাবাদের বেতনী নদী পার হওয়ার সময় নৌকা থেকে পরে নিখোজ হয় যায় পিঙ্কি দেবনাথ (১৮)৷ ২৯শে জুন, শুক্রবার হিঙ্গলগঞ্জের ইছামতি নদীর ঘোষপাড়া থেকে পিঙ্কির দেহ উদ্ধার হয়। সকালে নৌকায় করে হাসনাবাদ ঘাটে আসছিল পিঙ্কি৷ ঘাট থেকে নৌকা ছেরে কিছুটা যেতেই নৌকা থেকে পরে যায় পিঙ্কি এবং জলের শ্রোতে তলিয়ে যায় সে। পুলিশ, এলাকার মানুষ ও নৌকার মাঝিরা বহু খোঁজাখুজির করেও পিঙ্কির কোন হদিশ পায়েনি৷ আজ সকালে হিঙ্গলগঞ্জের ইছামতি নদীর ঘোষপাড়ায় পিঙ্কির দেহ দেখতে পায় এলাকার মানুষ৷ হিঙ্গলগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷