Friday, March 24, 2023
spot_img

দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের রেল লাইনে ফাটল, ব্যাহত ট্রেন চলাচল

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১৮ ই জানুয়ারি সকালে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে বাগজোলা খাল সংলগ্ন এলাকায় আপ লাইনে ফাটল। এর জেরে বড়ো সর বিপদের হাত থেকে রেহাই পেল বনগাঁ-শিয়ালদা শাখার নিত্যযাত্রী।

মূলত এদিন সপ্তাহের মাঝামাঝি দিন, যার দরুন নিতান্তই কর্মব্যস্ততায় থাকেন অফিসযাত্রী থেকে স্কুল-কলেজ পড়ুয়ারা সকলেই। সকলেই সঠিক সময়ে নিজ নিজ গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করেন। আর ঠিক সময় স্টেশনে স্টেশনে থমকে দাঁড়ালো ট্রেন।

সুত্রের খবর, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি রেল লাইনে ফাটলের কারণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তবে প্রত্যক্ষদর্শীদের দাবী, এদিন সকাল ৭ টা নাগাদ ওই লাইন দিয়ে হাসনাবাদ লোকাল যাওয়ার সময় বিকট শব্দ হয়। আর তার কিছুক্ষণের মধ্যেই ওই লাইনে চলে আসে হাবড়া লোকাল। ওই সময় স্থানীয়রা লাইনে ফাটল দেখতে পেয়ে লাল কম্বল দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান। ফলে শিয়ালদহ বনগাঁ, শিয়ালদহ হাসনাবাদ ডিভিশনের বেশ কয়েকটি লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে‌ বিভিন্ন স্টেশনে। যার দরুন প্রতিটি ট্রেনই সময়ের চেয়ে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছায়।

এমনকি আটকে পড়ে কলকাতা খুলনা আন্তর্জাতিক বন্ধন এক্সপ্রেসও। এরপর রেলআধিকারিকদের ঘটনার বিষয়ে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে এসে মেরামতির কাজ শুরু করে রেলের কর্মীরা। প্রায় ৩০ মিনিট পর ফের চালু হয় ট্রেন চলাচল। আপাতত শিয়ালদহ বনগাঁ, শিয়ালদহ হাসনাবাদ ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে বলেই জানা যাচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles