Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, বনগাঁঃ বনগাঁ পেট্রাপোল থানা এলাকার পেট্রাপোল আইসিপিতে বেলা একটা নাগাদ দক্ষিন ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দাস (৫৩) নামে এক শ্রমিক ফুলবাগানে জল দিচ্ছিল, বাংলাদেশ থেকে ভারতে মাল খালি করতে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা মারে৷ ঘটনাটি ঘটার পর তাকে স্থানীয় শ্রমিকরা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করেন৷ উত্তেজিত ভারতীয় শ্রমিকরা ওই বাংলাদেশি ট্রাক চালককে বেধারক মারধর করে৷ তাকেও গুরুতর অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।