বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা: ইউরোপে যাওয়ার পথে সাত দিনে কয়েক দফা নৌকা ডুবিতে ৩৫ বাংলাদেশি অভিবাসী মারা গেছেন বলে জানাগিয়েছে। গত সপ্তাহে ৭০ জনের বেশি বাংলাদেশি সহ প্রায় ৫০০ যাত্রী নিয়ে নিখোঁজ হয় লিবিয়া থেকে ছেড়ে যাওয়া ৪ ট্রলার। এর মধ্যে একটি ট্রলার ২ই দিন পর লিবিয়া উপকূলে ফেরত গেলে ৩৫ বাংলাদেশি কে জীবিত উদ্ধার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
সাগরে ২০ বাংলাদেশির সলিল সমাধি হয়েছে। বাকি ১৫ জন কূলের কাছাকাছি এসে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে, মৌলভী বাজারের বড়লেখার চান্দগ্রামের ফারুক হোসেন ও বিয়ানীবাজার পৌরসভার ইমন। ইমনের ছোটভাই ঝুমন জানান, গত ৩ মাস আগে তার ভাই দালালের মাধ্যমে লিবিয়া পাড়ি দেন। ইমনকে ইউরোপ পাঠানোর উদ্দেশ্যে এক দালাল তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এর পর দালাল অনেকের সঙ্গে তার ভাইকেও সাগরপথে নৌকায় ইউরোপ পাঠায়। ফরুকের বড় ভাই মাদ্রাসা শিক্ষক মাওলানা সালিক আহমদ বলেন, নৌকায় ইউরোপ যাত্রার পর থেকে তার ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। দালালও ফোন বন্ধ করে রেখেছে।