37 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

পঞ্চায়েত ভোটে দুই তৃণমূল প্রার্থী খুন হওয়ায় পাশে দাঁড়ালো রাজ্য সরকার, চাকরি দিয়ে বাচালেন দুই পরিবার কে

 

শান্তনু বিশ্বাস, হাবরাঃ পঞ্চায়েত ভোটের দিন হাবড়ায় দুই তৃনমূল কর্মী সুশীল দাস ও উজ্বল সুর কে পিটিয়ে খুন করা হয়। উজ্বল সুরের স্ত্রী লিপি সুর কে এবং সুশীল দাসের বোন মিনতি সরকার দাস কে মুখ্যমন্ত্রীর দপ্তরের চাকরির নিয়োগপত্র তুলে দেন হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে উজ্জল সুরের স্ত্রী লিপি সুর জানান, "এমন চাকরি আমি চাইনি, শুধু জীবন বাঁচাতে এই চাকরি"। পাশাপাশি এই খুনের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেরোলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একই ভাবে ক্ষোভ উপড়ে দেয় সুশীল দাসের দিদি মিনতি সরকার দাস তিনি জানান, "আজ থেকে আমার গুরু দায়িত্ব বেড়ে গেল, এখন থেকে মাকে দেখবার দায়িত্বও বেড়ে গেল"। এছাড়াও তিনি আরও বলেন, "আমার দাদার মৃত্যুর পেছনে যারা অভিযুক্ত, তারা কঠোর শাস্তি যেন পায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles