Thank you for reading this post, don't forget to subscribe!
নিজস্ব প্রতিনিধি, কাশ্মীরঃ ইদের উৎসব শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয় গোটা উপত্যকা জুড়ে চলবে জঙ্গি দমন অভিযান । কোনও ভাবেই রেয়াত করা হবে না বিচ্ছিন্নতাবাদী শক্তিকে। সেই মত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি দমন অভিযানে নেমে পড়ে ভারতীয় সেনা। এদিন অনন্তনাগে শ্রীগুফওয়ারাতে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেয়ে অভিযান চালায় সেনা। সেনা অভিযানে নিকেশ করা হয় ৪ সন্ত্রাসবাদীকে। শহীদ ১ পুলিশ কর্মী। মৃত জঙ্গিরা ইসলামিক স্টেট সংগঠনের জঙ্গি বলে খবর।
গোটা শ্রীগুফওয়ারা গ্রামকে ঘিরে ফেলে ভারতীয় সেনার জওয়ানরা। সেনার গুলির জবাবে আসে পাল্টা গুলি। সেনা ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এলাকা জুড়ে চলছে ব্যাপক তল্লাসি। কোথাও কোনও জঙ্গি যেন লুকিয়ে থাকতে না পারে, তার জন্য চলেছে অভিযান। উল্লেখ্য, কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় দুই পুলিশ কর্মীর ওপর জঙ্গিদের হামলার পরই এই অভিযানে নামে ভারতীয় সেনা।