জয় চক্রবর্তী, বনগাঁঃ ২২শে জুন, শুক্রবার বনগাঁ শহর বিজেপি যুব মোরচার অঘোষিত এক ধিক্কার মিছিলের আয়োজন করে। সন্ধা ৬টা নাগাদ স্থানীয় বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপির যুব মোরচার সভাপতি রাজীব রায়ের নেতৃত্বে হাজার খানেক বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে বনগাঁ শহরের ত্রিকোণপার্ক থেকে পরিক্রমা শুরু করে মতিগঞ্জ বাটামোড় ঘুরে ফের ত্রিকোণ পার্কে ফিরে মিছিলটি সমাপ্ত করে। এই মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির নেতা দেবদাস মন্ডল, সহ আরও নেতৃত্ব। এই মিছিলের প্রথম সারিতেই ব্যানারে লেখা “দেখ পশ্চিম বাংলার উন্নয়ন, গাছে ঝুলছে দুলাল আর ত্রিলোচণ”, গোছের কটাক্ষ ও তারপর সারি দিয়ে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত এই মাসেরই গোরার দিকে পরপর দুজন বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো(২০) ও দুলাল কুমার(৩৫) -র দেহ পুরুলিয়া জেলার দুই স্থানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর অবশ্য দাবী করেছিলেন এই দুই ব্যাক্তিই বিজেপির কর্মী ছিলেন ও তাদের রাজনৈতিক হত্যা করে হয়েছে। এমনকি সেই সময় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহও দাবী করেছিলেন এই দুই ব্যাক্তির মৃত্যু রাজনৈতিক খুন হিসেবে। আজকের এই মিছিল যে সেই দাবীরই স্বপক্ষেই বনগাঁ শহর বিজেপির তরফ থেকে আয়োজিত করা হলো তা বলাই বাহুল্য।