শান্তনু বিশ্বাস, হাড়োয়াঃ হাড়োয়ার কুলটি গ্রামপঞ্চায়েতের রাধানগর বাজার এলাকার বাসিন্দা ছট্টু। বৃহস্পতিবার রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত বুধবার থেকে ওই হাসপাতালে দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল সে। তার মৃত্যুর খবরে শুক্রবার সকাল থেকে উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসী। হাড়োয়া থেকে মিনাখাঁ যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাধানগর বাজার সংলগ্ন ব্রীজ দিয়ে পার হওয়ার সময় অবৈধ্য মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে বুকে গুরুতর চোট পায় সে। সেদিন থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অভিযোগ, ঘটনার দিন ঘাতক ট্রাকটি ধরে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি ও ট্রাকের চালককে পালাতে সাহায্য করে পুলিশ। অবৈধভাবে মাটি পাচারের ট্রাকটি আটক ও ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
8 - 8Shares