জয় চক্রবর্তী, গাইঘাটাঃ গোপন সংবাদের ভিত্তিতে গৌরাঙ্গ দাস (৩৩) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় পাঁচ লিটার নিষিদ্ধ তরল মাদক কোডেইন মিকচার আটক করেছে পুলিশ।
ওই যুবক সেকাটি রেলগেট এলাকায় রাত তিনটে নাগাদ একটি নাইলনের ব্যাগ নিয়ে চাঁদপাড়ার দিকে যাচ্ছিল। পুলিশের তাকে দেখে সন্দেহ হয়। ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় কোডেইন। পুলিশ সেকাটির ওই যুবককে গ্রেফতার করে বারাসাত আদালতে পাঠিয়েছে৷
You May Share This