জয় চক্রবর্তী, বনগাঁঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
২০শে জুন বনগাঁ থানার অন্তর্গত বাজিতলা এলাকায় বাগদা রোডের উপর কেমিক্যাল জাতীয় পদার্থ পড়ে থাকায় তাতে স্লিপ করে ছিটকে পড়ল চারটি বাইক। একটি বাইক স্লিপ করে উল্টেদিক থেকে আসা বাসের নিচে ঢুকে গেলেও বাস চালক বাস দাড় করিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পায় ওই বাইক চালকের জীবন ৷ এদিন প্রায় ১০ জন ব্যাক্তি জখম হয় তাদের মধ্যে ৫ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁর বাজিতলা এলাকায় নতুন একটি বেসরকারি পার্কিং তৈরি হয়েছে , ২০শে জুন সন্ধ্যায় সেখানকার আনলোডিং করা কেমিক্যাল রাস্তায় পড়ে যায়, পাশাপাশি ওই পার্কিংএ মাটি ফেলার কাজ চলছিল তার জন্য প্রচুর মাটি রাস্তায় পড়ে ছিল। আর সেই মাটি ও রাস্তায় পরে থাকা কেমিক্যাল মিশে ওই এলাকার রাস্তা ভয়াবহ রূপ নেয়, তার জেরই এই দুর্ঘটনা। মূলত ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। এদিন দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় রাস্তা পরিষ্কার করেন ৷