24 C
Kolkata
Friday, March 22, 2024
spot_img

ত্বকের সমস্যায় নাজেহাল?

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

বিষয় যখন ‘ত্বকে’র যত্নের, তখন কিন্তু ছেড়ে কথা বলতে নারাজ বঙ্গতনয়রা ৷ বিউটি পার্লারে রূপচর্চার সঙ্গে সঙ্গে সমান তালে চলে ঘরোয়া পদ্ধতিতে ত্বক পরিচর্যার কাজ ৷ আর ত্বকের যত্ন নিতে গিয়ে যদি টুকিটাকি পরীক্ষা-নিরীক্ষা করা যায়, তাতে ক্ষতি কোথায়? আর এই পরীক্ষা পর্বে বাঙালি তনয়াদের হাতের কাজের জুরি মেলা ভার ৷ কখনও নানান ফলের ব্যবহার, কখনও আবার লতা-পাতার নানান জারিজুরি ৷ ত্বকের যত্ন নেওয়ার উপকরণের মধ্যে এবার সামিল দই৷

আপনার সৌন্দর্য বাড়াতে দইয়ের ব্যবহার ভাল ফল দেয় ৷ ত্বকে আনে উজ্জ্বলতা ৷ তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য দই ব্যবহার খুবই কার্যকর হয়ে উঠতে পারে ৷ এবার দেখে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন?

) দই ও মধু ত্বকের জন্য পুষ্টিকর ৷ শুষ্ক ত্বকের দই ও মধুর মিশ্রণ জাদুর মতো কাজ করে ৷ ত্বকে অদ্ভুত শীতলতা আনে ৷ অর্ধেক কাপ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে দুটি টেবিল চামচ তরলটি মেখে ১৫ মিনিট অপেক্ষার পরই হাতেনাতে তফাত চোখে পড়বে ৷

) একটি পাত্রে ২ টেবিল চামচ দই ভালো করে নেড়ে তরল করে নেওয়ার পর হলুদ গুঁড়ো মিশিয়ে পরিষ্কার ত্বকে ১৫ মিনিটের জন্য একটি ফেসপ্যাকটি তৈরি করতে হবে ৷ ১৫ মিনিট অপেক্ষার পর ফেসপ্যাকটি ধুয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কিছু সময় পর বুঝতে পারবেন পার্থক্য ৷

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles