26 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

‘২০২২ নাগাদ কৃষি থেকে আয় দ্বিগুণ করার লক্ষ্য পূরণে বাজেট বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে ২.১২ লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে’- নরেন্দ্র মোদী

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

২০শে জুন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৬০০ জেলার কৃষকদের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২২ নাগাদ কৃষি থেকে আয় দ্বিগুণ করার লক্ষ্য পূরণে কৃষির পিছনে বাজেট বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে ২.১২ লক্ষ কোটি টাকা ধার্য করেছেন বলে জানান নরেন্দ্র মোদী। এছাড়া আরও বলেন, ইনপুট খরচ কমানো, ফসলের ন্যয্য দাম, উৎপাদিত পণ্যের পচে নষ্ট হওয়া ঠেকানো, বিকল্প আয়ের রাস্তা তৈরি-এগুলি কৃষিতে আয় বাড়াতে তাঁর সরকারের নীতির চারটি মূল বৈশিষ্ট্য।

প্রধানমন্ত্রীর দাবি, আগের ইউপিএ সরকারের ৫ বছরের তুলনায় তাঁর সরকারের প্রথম ৪ বছরেই কৃষিতে বাজেট দ্বিগুণ বেড়ে ২.১২ লক্ষ কোটি টাকা হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে চাষিরা পণ্য উত্পাদনের খরচের ১৫০ শতাংশ সমান ফসলের দাম পান। তিনি বলেন, ২০২২ নাগাদ দেশের পরিশ্রমী কৃষকদের দ্বিগুণ বেশি আয় সুনিশ্চিত করতে যেখানে প্রয়োজন, সেখানে সঠিক সহায়তা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ভারতের কৃষকদের ওপর আমাদের ভরসা আছে।

এর পাশাপাশি তিনি আরও বলেন, দেশে কেবল রেকর্ড খাদ্যশস্য ফলনই হচ্ছে না, বর্তমানে দুধ, ফল, শাকসব্জি উৎপাদনও সর্বকালের সবচেয়ে বেশি বলে জানান প্রধানমন্ত্রী। পরিসংখ্যান দেন, ২০১৭-১৮ য় ২৮০ মিলিয়ন টন খাদ্যশস্য ফলন হয়েছে, যা ২০১০ থেকে ২০১৪-র মধ্যে ছিল গড়ে ২৫০ মিলিয়ন টন, ডাল উৎপাদনও সাড়ে ১০ শতাংশ বেড়েছে। এমনকি বীজ রোপন, তারপর, ফসল তোলা, কৃষিকাজের সব ক্ষেত্রে চাষিকে সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য। প্রথমত, মাটির স্বাস্থ্য সংক্রান্ত কার্ড দেওয়া হচ্ছে যাতে চাষি আরও ভাল করে বুঝতে পারে, তার জমির চরিত্র কেমন, কতটা সার দেওয়া প্রয়োজন, সেই পরামর্শও দেওয়া হচ্ছে। ভাল জাতের বীজ তৈরির জন্য কৃষকদের লোনের বন্দোবস্তও রয়েছে। ফসলের পুষ্টি বাড়ানোর উপাদানের কালোবাজারি রোধেও ব্যবস্থা হয়েছে। চাষি যাতে উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, সেজন্য দালালদের নির্মূল করতে ই-নাম অনলাইন প্ল্যাটফর্মও শুরু হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles