ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
চিটফান্ড ইস্যুতে তদন্তের গতি বাড়াতে দিল্লি থেকে পাঠানো হল ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল। ১৭ ই জানুয়ারি দুপুরে সল্টলেকে CGO কমপ্লেক্সে CBI-এর দপ্তরে পুরানো তদন্তকারী দলের সঙ্গে বৈঠক করেন এই দল। CBI সুত্রের খবর, তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
মূলত সারদা, রোজভ্যালি ও অন্য চিটফান্ডগুলির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে CBI। তদন্তে নেমে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তারও করা হয়েছে। অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতদিন যে তদন্ত চলছে, CBI-এর পুরানো দলের সঙ্গে সেই তদন্তের বিষয়েই আলোচনা হবে বলে জানা গেছে।
চিটফান্ড ইস্যুতে CBI-এর তদন্ত নিয়ে আমানতকারীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। টাকা ফেরত না পাওয়া নিয়েও রয়েছে ক্ষোভ। এবিষয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য দুই শাসকদলের মধ্যে আঁতাতের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি সারদাকাণ্ডে জেলে কাটিয়েছেন এমন একজন সাংসদ ঘটনার তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও পাল্টা চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।