জয় চক্রবর্তী, বনগাঁঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১৬ই জুন সারা দেশে পালিত হচ্ছে খুশির ঈদ। ১৫ই জুন ঈদ পালনের কথা জানানো হলেও এদিন সন্ধ্যাবেলায় চাঁদ দেখা না যাওয়ায় ১৬ই জুন পালিত হয় খুশির ঈদ। এরপরই খুশির হাওয়া বইতে থাকে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে।
মূলত রামজান মাসের শেষে খুশির ঈদে সামিল হন আট থেকে আশি সকলে। আর সেই একই বাতাবরন দেখতে পাওয়া যায় উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী শহর বনগাঁয়।
এদিন সকালে ধর্মপ্রান মুসলিমরা নামাজ পরতে হাজির হন মতিগঞ্জ ইদগাহের মাঠে। প্রায় কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ সকাল ১০ টা ৩০ এ নামাজ শুরু করে চলে প্রায় এক ঘন্টা। নামাজের শেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উদ্দেশ্যে শুভ কামনা জানায় ওই ময়দানে উপস্থিত ইমাম সাহেবরা। মূলত এদিন মহা ধুমধামের সঙ্গে বনগাঁয় পালিত হয় খুশির ঈদ।