32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

বাগদায় অবৈধ নির্মাণ ভাঙলো পূর্ত দফতর

জয় চক্রবর্তী, বাগদাঃ

১৪ই জুন বাগদা বাজার সংলগ্ন কিষান মান্ডির সামনে অবৈধভাবে তৈরি হওয়া দোকান ভাঙার কাজ শুরু করল পূর্ত দপ্তর। এদিন ২টি দোকান ভাঙা হবে বলে জানা যায়। মুলত এদিন বেলা ১২ টা নাগাদ লিখিত ওয়ার্ক অর্ডার, পুলিশ ও ম্যাজিস্ট্রেট কে নিয়ে ওই দোকান দুটি ভেঙে এলাকা পরিষ্কারের কাজ শুরু করে তারা।

জানা যায়, বাগদা বাজার সংলগ্ন কিষান মান্ডির সামনে গেটের অনেকখানি জুড়ে ওই দুটি দোকান থাকায় দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল কৃষক বাজারে আসা মানুষজনদের। আর তারপরই বাগদা বাজার কমিটির সম্পাদক বনগাঁ মহকুমা শাসকের কাছে মার্চ মাসে একটি লিখিত অভিযোগ করে। এরপর ৪ ঠা জুন পূর্ত দফতর একটি লিখিত নির্দেশ জারি করলে এদিন বেলা ১২ টা নাগাদ লিখিত ওয়ার্ক অর্ডার, পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে নিয়ে ওই দোকান দুটি ভেঙে এলাকা পরিষ্কারের কাজ শুরু করে তারা।

এছাড়া আরও জানা যায়, এদিন পূর্ত দফতরের কাজ শেষ হওয়ার পর বাজারে রটে ‘তিনটি দোকান ভাঙার পর আজকের মতো ভাঙা বন্ধ’ আর তারপরই অন্য দোকানগুলি ভাঙার দাবীতে বিক্ষোভ দেখায় ভাঙা দোকানের মালিকেরা। অভিযোগ, স্থানীয় নেতাদের সামনে পুলিশ চড় মারে গনেশ বিশ্বাস নামে এক দোকান মালিককে ৷ এরপর কিছু সময় বাদে আবার নতুন করে ভাঙার কাজ শুরু হয় বলে জানা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles