31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

৫০এ পা “দা ঘোষ ইওগা ইন্সটিটিউট অফ ইন্ডো জাপান এসোসিয়েশন”

ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ

জিবানান্দ ঘোষের প্রতিষ্ঠিত "দা ঘোষ ইওগা ইন্সটিটিউট জাপান" এর ৫০ বছর ববর্ষ পূর্তিতে ১৭ই সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হল। এই কনফারেন্সের মূল বিষয় ছিল "টকিও অলিম্পিক এওয়ার্ড সেরিমনি" এবং ২০২০-র অলিম্পিকে জাপানের পাশাপাশি কলকাতায় "দা ঘোষ ইন্সটিটিউট"এর সাথে ইন্ডো জাপান এসোসিয়েশনের বন্ধুতের প্রায় ৬৫ বছর কাটার আনন্দে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪ টে নাগাদ এবং অনুষ্ঠানের শুরুতেই বিশ্বের সকল দিকে যে ভয়াবহ দূর্ঘটনা ঘটে চলেছে তার জন্য উপস্থিত সকল অতিথি বৃন্দ একত্রে এক মিনিট নিরাবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচ.ই.মাসাউকি টাগা। পাশাপাশি দেখা যায় "দা ঘোষ ইন্সটিটিউটের" দুইজন প্রশিক্ষক তাদের ছাত্র ছাত্রীদের মাধ্যমে কিছু ক্যারাটে মার্সালাটের কিছু নমুনা তুলে ধরেন সকল দর্শকের সামনে এবং মার্সালাটের সাথে ইওগার যে সংযোগ তাও সুন্দর ভাবে তুলে ধরতে দেখা যায় এই দিন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles