32 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

ঝড় ঝঞ্জার জেরে দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় মৃত্যু হয় অনেকের

অরিন্দম রায় চৌধুরী, কলকাতাঃ

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় গতকাল দুপুর থেকেই ছিল আকাশের মুখ ভার। সময় এগোতেই কালো মেঘ ঢেকে ফেলে আকাশ। শুরু হয় অঝোর বৃষ্টি। ঝড়ঝঞ্জার জেরে দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় মৃত্যু হয় অনেকের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বেনাচাপড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। উত্তর চব্বিশ পরগনায় শ্যামনগরে বাজ পড়ে ও দেওয়াল চাপা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনের।

এদিকে উত্তর ২৪ পরগণার শ্যামনগরে মঙ্গলবার বিকেলে থেকে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে প্রাণ হারালেন দুজন। এদিন বিকেলে শ্যামনগর বাসুদেবপুর নতুনপাড়া এলাকায় জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল ভাস্কর ঠাকুর (৫৩)নামে এক ব্যক্তির। তাকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে আতপুর এনপিটি গেট রেলওয়ে সাইডিং এলাকায় প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মায়া রায়(৬০) নামে এক বয়স্কার।স্থানীয় সূত্রে খবর মায়া রায় নিজের বাড়ির সামনে সন্ধ্যে বেলা বসে ছিলেন, সেই সময় প্রবল বৃষ্টিতে পাশে থাকা রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি জীর্ণপ্রায় পাঁচিল ভেঙে পড়ে যায় মায়া দেবীর গায়ের উপর। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়া দেবীর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রসঙ্গত, বৃষ্টিতে খানিক স্বস্তি নামলেও রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্যোগের কবলে পড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের দাপটে খানিক ব্যহত হয় শিয়ালদহ শাখার রেল চলাচল। আলিপুর আবহাএয়া দফতর জানাচ্ছে , বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, বুধবার গোটাদিনই ঝোড়ে হাওয়া বইবার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উল্লেখ্য,গতকাল সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বিকেল গড়াতেই বাড়তে থাকে বৃষ্টির দাপট। অন্যদিকে, জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দাপট ছিল ঝড়ের। প্রসঙ্গত পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যায়। আজও সেই বৃষ্টির দাপট একই থাকবে বলে জানা গিয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles