30 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত বাইক র‍্যালি

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত বাইক র‍্যালি শুভ সুচনা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা ঝাড়গ্রামের বিধায়ক ডঃ সুকুমার হাঁসদা। ২২ শে মে জঙ্গলমহলের ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের উদ্যোগে এই বাইক র‍্যালির আয়োজন করা হয়। অশান্ত জঙ্গলমহলে শান্তী ফিরে এসেছে। উন্নয়নের দিক থেকে জঙ্গলমহল আজ সামনের সারিতে। রাস্তা ঘাট, স্কুল, সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে সামজিক নানা খাতে এলাকার মানুষজন আজ সরকারি সমস্ত রকমের পরিষেবা পাচ্ছেন। রাজ্যে পাহাড় আর জঙ্গলমহল উন্নয়নের নিরিখে স্থান করে নিয়েছে। আর সেই জঙ্গলমহলের উন্নয়ন, শান্তী, সমাবর্তনের সমর্থনে একদল যুবক জঙ্গলমহল থেকে পাহাড়ে পাড়ি দিলেন। এদিন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা কর্যনির্বাহী সভাপতি আর্য ঘোষের নেতৃত্বে জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত একটি বাইক র‌্যালির সুচনা করা হয়।

এদিন সকাল সাড়ে নটা নাগাদ পাঁচটি বাইকে দশ জন যুবক ঝাড়গ্রাম রাজ কলজের গেটের বাইরে থেকে পাড়ি দেয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে।ঝাড়গ্রাম শহরের দশ জন যুবক পাঁচটি বাইকে জাতীয় পতকা,তৃণমূল ছাত্র পরিষদের পতাকা লাগিয়ে দার্জিলিংএর উদ্দেশ্যে রওনা দেন। মোট সাতশো কিমি রাস্তা তারা অতিক্রম করবেন দার্জিলিং পৌছাতে। যাত্রা পথে তারা বাঁকুড়া,পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি হয়ে দার্জিলিং পৌছাবে বলে জানা যায় তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে। ঝাড়গ্রাম জেলায় গত ৭ বছরে প্রভূত উন্নতি সাধন হয়েছে। ঝাড়গ্রাম নতুন জেলা হিসেবে আত্ম প্রকাশ করছে। সর্বপরি উন্নয়নের পাশাপাশি বহু কাঙ্খিত শান্তী ফিরেছে রাজ্য প্রশাসনের হাত ধরে। আর এই উন্নয়ন আর শান্তীর পক্ষে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্রপরিষদের যুবকরা যাত্রা শুরু করল।

তৃণমূল দলীয় সূত্রে জানা যায়, বুধবারই তারা পৌছে যাবে পাহাড় দার্জিলিং এ। এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সভাপতি আর্য ঘোষ বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জঙ্গলমহলে শান্তী ফিরেছে। এলাকায় প্রভূত উন্নয়ন হয়েছে। মানুষ এখন শান্তীতে আছে। আর তাই শান্তী, উন্নয়ন, সমাবর্তনের সমর্থনে জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম থেকে পাহাড় দার্জিলিং উদ্দেশ্যে পাঁচটি বাইকে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা যাত্রা শুরু করছে।"

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles