33 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

কুমারস্বামীর শপথ গ্রহণ চ্যালেঞ্জ করে হিন্দু মহাসভার পিটিশনের দ্রুত শুনানিতে রাজি নয় সুপ্রিমকোর্ট

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

এইচ ডি কুমারস্বামীর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া আটকাতে হিন্দু মহাসভার পিটিশনের দ্রুত শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। কর্নাটকের রাজ্যপাল বজুভাই ভালার জনতা দল (এস) নেতা কুমারস্বামীকে সরকার গড়তে ডাকার পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু মহাসভা। ভালার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলেছে তারা।

উল্লেখ্য বিগত ১৯ শে মে ভালা কুমারস্বামীকে সরকার গড়তে ডাকেন আগে শপথ নেওয়া বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থাভোটে নামার প্রাক্কালে ইস্তফা দেওয়ার পর। আগামীকাল ২৩ মে শপথ নেওয়ার কথা কুমারস্বামীর। কংগ্রেস তাঁকে সমর্থন করছে।

অপরদিকে রাজ্যপাল কুমারস্বামীকে সরকার গড়ার জন্য আমন্ত্রণের বিরুদ্ধে তাদের দায়ের করা পিটিশনের আগে ভাগে শুনানি চেয়েছিল হিন্দু মহাসভা। কিন্তু ২২ শে মে সুপ্রিম কোর্ট যথাসময়েই সেটি শুনানির জন্য উঠবে বলে জানিয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles