32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

‘মাদার্স ডে’ দিনটি পালিত হয় কেন জানেন?

শর্বাণী দে, বেঙ্গল টুডেঃ

মে মাসের দ্বিতীয় রবিবার সারা পৃথিবীতেই পালন করা হয় মাদার্স ডে। এই একটি দিন বেছে নেওয়া হয়েছে পৃথিবীর সব মায়েদের সম্মান ও ভালবাসা দেখিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য। কিন্তু সত্যি কি এই একটি দিন পালন করে আমরা পৃথিবীর সব মায়ের ঋণ শোধ করতে পারি? সেই তর্ক না হয় পরে হবে। এখন জেনে নেওয়া যাক, 'মাদার্স ডে'-র পেছনের কিছু ইতিহাস।

প্রথম 'মাদার্স ডে' পালন করা হয়েছিল ১৯০৮ সালে। অ্যানা জার্ভিস নামের একজন মার্কিন ভদ্রমহিলা তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রু মেথোডিস্ট চার্চে একটি দিন পালন করেন। ১৯০৫ সালে তাঁর মা, সমাজকর্মী অ্যান রিভস জারভিস মারা যাওয়ার পরে আমেরিকাতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি দিন পালন করেন তাঁর মেয়ে। এরপর অ্যান জার্ভিস, আমেরিকার গৃহযুদ্ধে অংশগ্রহণকারী দুই পক্ষের আহত সৈনিকদের জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে তাঁর মেয়ে মায়ের নামে 'মাদার্স ডে ওয়ার্ক ক্লাব' খোলেন, সৈনিকদের শুশ্রুষার জন্য।

মূলত তারপরই সেই সময়কার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৪ সালে একটি ঘোষণা পত্রে জানান যে, মে মাসের দ্বিতীয় রবিবার, জাতীয় ছুটির দিন হিসেবে এবার থেকে আমেরিকাতে নির্ধারিত থাকবে। তারপর থেকেই বিশ্বে প্রতি মে মাসের দ্বিতীয় রবিবার করে 'ওয়ার্ল্ড মাদার্স ডে' পালন করা হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles