37 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

অবশেষে সেন্সর বোর্ডের কাছ থেকে ইউ/এ সার্টিফিকেট পেল ‘পদ্মাবৎ’

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সেন্সর বোর্ডের কাছ থেকে ইউ/এ সার্টিফিকেট পেল সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবৎ'। যার দরুন নাম বদল, একটি গানের দৃশ্য বদল এবং আরও কিছু বিষয়ে পরিবর্তনের পরেই পাওয়া গেল সেন্সর বোর্ডের ছাড়পত্র।

ঘটনা সুত্রে খবর, সেন্সর বোর্ডের প্যানেল ছবিটিতে যে সংশোধনের পরামর্শ দিয়েছিল, সেটা করার পর ফাইনাল প্রিন্ট দেখানো হয়। এরপরেই মিলল সার্টিফিকেট। বর্তমানে ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৫ তারিখ। অপরদিকে একই দিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ছবি 'প্যাডম্যান'। এর জেরে বক্স অফিসে দুটি ছবির টক্কর হতে চলেছে।

প্রসঙ্গগত বিগত ২৮ শে ডিসেম্বর 'পদ্মাবতী'-র প্রযোজকদের সঙ্গে বৈঠকে বসে সেন্সর বোর্ডের রিভিউ কমিটি ও ইতিহাসবিদদের নিয়ে তৈরি বিশেষ প্যানেল। এর দরুন ছবিটির নাম বদল সহ পাঁচটি বিষয়ে পরিবর্তন করতে বলা হয়। সেইসঙ্গে দর্শকদের জানাতে বলা হয়, নির্মাতারা ইতিহাসের সত্যি ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেননি এবং এই ছবির মাধ্যমে সতীদাহ প্রথা ও জহরব্রতকে গৌরবান্বিত করা হয়নি। অবশেষে সব শর্ত মেনে নেওয়ার পরেই মুক্তি পাচ্ছে 'পদ্মাবৎ'।

তবে শ্রী রাজপুত করণী সেনা অবশ্য এখনও বনশালির এই ছবির মুক্তি আটকে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। এমনকি ৫ ই জানুয়ারি এই কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ছবিটি মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles