31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

মুরারইয়ে দুর্ঘটনার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১৫ ই ফেব্রুয়ারি সকালে বিকল হয়ে রেললাইনে আটকে পড়ে ট্রাক্টর। আর ঠিক সেই মুহূর্তে তাতে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনাটি ঘটে বীরভূমের মুরারইয়ে। এরপরই বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। মূলত এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য এদিন সকালে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে মুরারই থানার মাকুয়া গ্রামের কাছে লাইন পার হতে গিয়ে একটি ট্রাক্টর বিকল হয়ে যায়। বেগতিক বুঝে পালিয়ে যায় চালক। কিন্তু সেই সময় আপ লাইন দিয়ে আসা একটি মালগাড়ি ট্রাক্টরটিতে ধাক্কা মারে। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলকর্মীরা। তবে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

পাশাপাশি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও রওনা হয়। এরপর লেভেল ক্রসিং না থাকার প্রতিবাদে অবরোধ শুরু করেন স্থানীয়রা। অভিযোগ, লেভেল ক্রসিং না থাকার ফলে এর আগেও দুর্ঘটনা ঘটেছিল। অবরোধের জেরে ফের ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আপ লাইনে চলছে ট্রাক্টরটিকে সরানোর কাজ চলছে। দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে পর পর আটকে রয়েছে বলেই জানা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles