33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

৬০-এ পা দিয়ে সূর্য ছোঁওয়ার ইচ্ছা নাসার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

নাসার জন্ম হয়েছিল ১৯৫৮ সালে। তার পর থেকে লাগাতার নানা ধরনের মহাজাগতিক কীর্তিকলাপ ঘটিয়ে চলছে এই সংস্থা। বর্তমানে ২০১৮ সালে ৬০ বছরে পা দিল নাসা। এবং এ বছরে তার নানা কীর্তিকে নিজেই ছাপিয়ে যেতে চায় নাসা। অর্থাৎ এ বছরে সে ছুঁতে চায় সূর্যকে।



এখনো পর্যন্ত মহাশূন্যের নানা ঘটনার কথা পৃথিবীবাসিকে জানানোর মহান কাজ করে চলেছে নাসা। এমনকি বিভিন্ন সময়ে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েও ভিন গ্রহ সম্পর্কেও নানা তথ্য জানিয়েছে এই সংস্থা। আর তাই এবছর আক্ষরিক অর্থে যতটা সম্ভব সূর্যের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করবে বলে জানিয়েছে।



প্রসঙ্গগত নাসার ‘পার্কার সোলার প্রোব’ পাঠানো হবে সূর্যের কাছে। এ যাবৎ সূর্যের দিকে পাঠানো কোনও শাটল-এর তুলনায় পার্কার সোলার প্রোব সব থেকে কাছে যাবে। এর জেরে নাসার তরফ থেকে জানানো হয়েছে যে, সূর্য থেকে প্রায় ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে যাবে এই উপগ্রহ।



এমনকি সূর্যের প্রবল তাপ ও বিকিরণের মাঝেই পার্কার সোলার প্রোব তার কাজ করবে বলে জানিয়েছে নাসা। অপরদিকে চলতি বছরে মঙ্গল গ্রহে আরও ‘রোবটিক ফ্লিট’ পাঠাবে নাসা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles