30 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

দেশজুড়ে কালাদিবসের ডাকে বন্ধ হাসপাতালের আউটডোর, ভোগান্তিতে জনজীবন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বছরের শুরুতেই অর্থাৎ ২ রা জানুয়ারি জাতীয় মেডিক্যাল বিলের প্রতিবাদে দেশজুড়ে কালাদিবসের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েশন। তাই ১২ ঘন্টার জন্য বন্ধ থাকতে চলেছে গোটা দেশের হাসপাতালের আউটডোর পরিষেবা। বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গও। কারন কালাদিবস পালনে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। এর ফলে ভোগান্তিতে পরতে হচ্ছে সাধারণ মানুষদের।



মূলত বেশ কিছু দিন আগে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ এমসিআইয়ের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ওঠে। এমনকি পাঠ্যসূচিতে উপযুক্ত সংস্কার না করায় মেডিক্যাল শিক্ষায় দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ ওঠে এমসিআইয়ের বিরুদ্ধে। এর ফলে স্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এমসিআইকে পুনরায় সাজানোর দায়িত্ব জাতীয় মেডিক্যাল কমিশনকে দেওয়া হয়। আর তার জেরেই দুসপ্তাহ আগেই কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিলটিকে সমর্থনও করে। এর পাশাপাশি ৩০শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বিলটি লোকসভায় পেশ করেন। এরপরই আইএমএ এই বিলের বিরোধিতা করে কালাদিবসের ডাক দেয়।



প্রসঙ্গগত এই বিলটি চিকিৎসকদের স্বার্থ বিরোধী বলেও দাবি করে আইএমএ। তাই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম সহ গোটা দেশের চিকিৎসকরা এই কালাদিবসকে সমর্থন করে মঙ্গলবার অর্থাৎ ২ রা জানুয়ারি চেম্বারগুলি বন্ধ রেখেছেন। এর ফলে দুর্ভোগে পরতে হয় গোটা দেশ সহ এই রাজ্যের রোগীদের। অপরদিকে সরকারি হাসপাতালগুলিতেও সেই একই দুর্ভোগের দৃশ্য চোখে দেখতে পাওয়া যাচ্ছে। কারন অনেকে অসুস্থ হওয়ার সত্বেও অনেক দূর থেকে এসে টিকিটের লাইনে দাঁড়িয়েছিল কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েও দেখা মেলেনি ডাক্তারের। তবে এদিন সব সরকারি হাসপাতালের আউটডোর বন্ধ থাকলেও খোলা ছিল জরুরি বিভাগ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles