26 C
Kolkata
Wednesday, March 27, 2024
spot_img

ফের রাজ্যের নাম বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে

শর্বাণী দে, দিল্লি, বেঙ্গলটুডেঃ

৮ই সেপ্টেম্বর, রাজ্য মন্ত্রী সভায় ফের গৃহীত হল রাজ্যের নাম বদলের প্রস্তাব। এবং এই নতুন প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। তবে এবারের নতুন প্রস্তাবে বাংলা, হিন্দি, ইংলিশ সব ক্ষেত্রেই নাম থাকছে “বাংলা” এমনটাই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ঘটনা সুত্রে খবর, তৃনমূল সরকার এর আগেও রাজ্যের নাম বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়ে ছিলেন। কিন্তু তাতে অনুমোদন দিতে নারাজ ছিল কেন্দ্র। এবং সব ভাষাতেই এক নামের মত প্রকাশ করেছিল কেন্দ্র। আর তাই এবার বাংলা, হিন্দি, ইংলিশ অর্থাৎ সব ভাষাতেই এক নাম “বাংলা”-র জন্য প্রস্তাব কেন্দ্রের কাছে।

এছাড়া আরও জানা যায়, পূর্বের বাম সরকারও “বাংলা” নাম রাখার প্রস্তাব জানিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে মত প্রকাশ করেনি। এবং বর্তমান সরকার পরবর্তী সময়ে রাজ্যের নাম বাংলায় “বাংলা” হিন্দিতে “বঙ্গাল” এবং ইংলিশে “বেঙ্গল” রাখার সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রেও মত প্রকাশ করেনি কেন্দ্র। এবং কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয় যে সকল ভাষাতেই একই নাম রাখার জন্য। এবার এই বিষয়ে অর্থাৎ একই নাম রাখার বিষয়ে মনোনিবেশ করল রাজ্য। এখন দেখার কেন্দ্রীয় সরকার এবার মত প্রকাশ করবেন কিনা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles