41 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

সন্ধের আগেই ধেয়ে আসছে ঝড়-বষ্টি

ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ

দিন যত এগোচ্ছে ততই বাড়ছে তাপমাত্রা। ২৪ ঘণ্টা আগেই কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গে স্বস্তি এনেছে। আজও সেই আবহাওয়াও থাকতে পারে বলে খবর। বিকেলের দিকে আজও কলকাতায় বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত ও জলীয় বাষ্পের জোড়া ফলা। বিকেল কিংবা সন্ধের পর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের দিকে শহরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে এতদিনের বৃষ্টির পরে তাপমাত্রা কমেনি উত্তরবঙ্গের একাধিক জেলাতে। কারণ একদিনও বৃষ্টি হয়নি সেখানে। তবে এবার উত্তরবঙ্গের মানু্ষদের জন্য আশার কথা শোনাল আবহাওয়া অফিস। জানাল, সন্ধ্যার পরেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের ফলে যে মেঘ সৃষ্টি হয়েছে, সেটির ফলেই এই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। আর সেকারণেই তাপমাত্রাও কিছুটা কমতে পারে। এর আগে, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। ‌‌

পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত। একইসঙ্গে রয়েছে জলীয় বাষ্পের প্রভাবও। বৃহস্পতিবার বেলা গড়াতেই আকাশ মেঘলা হতে থাকে। সঙ্গে বাড়তে থাকে অস্বস্তিকর গরম। তবে সন্ধের সময় এই গরম থেকে শহরের মানুষ রক্ষা পেতে পারেন বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, প্রবল গরমের কারণে জলীয় বাষ্পও ঢুকছে স্থলভাগে। ফলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles