31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

‘হর্ন নট ওকে প্লিজ’ অভিযানে এবার সামিল হলেন শচিন তেন্ডুলকার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বর্তমানে প্রত্যেকদিন জনসংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনই দিন দিন গাড়ির সংখ্যাও বেড়ে চলেছে। আর এই গাড়ির সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ধৈর্য শক্তিও কমে এসেছে তা বলাই বাহুল্য। কারন আজকের যুগে দাঁড়িয়ে কেউ আর থেমে থাকতে চায় না। সকলেই প্রস্তুত লম্বা দৌড়ের জন্য তাই কোথাও যদি দাঁড়াতে হয় সেক্ষেত্রে তাদের সেই গাড়ির হর্ন দিয়ে আশেপাশে সকলকে জানানোর চেষ্টা থাকে যে আমাকে থামিও না আমাকে ছুটতে হবে। কিন্তু যে সমস্ত মানুষরা এই হর্ন বাজিয়ে ভাবেন যে তাঁরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তা একেবারেই ভুল। বরং তাদের সেই বৃথা চেষ্টায় উত্তরোত্তর বাড়ছে শব্দদূষণের মাত্রা। আর এই শব্দদূষণের জেরে নিত্যদিন মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম অসুবিধা তথা নানা রোগ ব্যাধি।

মূলত সেক্ষেত্রেই বাণিজ্য নগরী মুম্বই-সহ গোটা দেশকে শব্দদূষণ মুক্ত করতে অভিনব উদ্যোগ নিলেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকার। সোশ্যাল সাইটে "হর্ন নট ওকে প্লিজ" অভিযানে সামিল হন সাংসদ শচিন তেন্ডুলকার। এক ভিডিও বার্তা পোস্ট করে ভারতীয় ক্রিকেটের ভগবান জনগনের কাছে অনুরোধ জানিয়েছেন, 'দিনে দিনে আমাদের লাইফ স্টাইল বদলে যাচ্ছে। চাপ বাড়ছে আর আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি। শব্দদূষণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হর্ন বাজানো আর না বাজানোর মধ্যে সূক্ষ্ম তফাৎ রয়েছে। একটু ধৈর্য্য ধরলেই হর্ন না বাজিয়েও গাড়ি চালানো সম্ভব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটু ধৈর্য্য ধরুণ আর হর্ন না বাজিয়ে গাড়ি চালান।' শান্ত,সুরক্ষিত ভারত গড়ার ডাক দিলেন শচিন। মাস্টারের অনুরোধ আসুন সবাই মিলে হর্ন ফ্রি ভারত গড়ি। অতীতে একাধিকবার পথ সচেতনতা নিয়ে বার্তা দিয়েছেন শচিন। বাইক চালানোর সময় হেলমেট পরার পরামর্শও দিয়েছেন তিনি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles