41 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

এবার অমিতাভ বচ্চনকে ডিলিট দিচ্ছে রবীন্দ্রভারতী

Webdesk, Bengal Today:

এবার ডিলিট লাভ করতে চলেছেন অমিতাভ বচ্চন। তাও একেবারে বাংলা থেকে। অমিতাভ বচ্চনকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত ৮ মে, বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তনে বিগ বি-কে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এই সম্মান পাচ্ছেন আরও তিনজন।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ডিলিট-এর জন্য চার জনের নামের তালিকা পাঠানো হয় রাজভবনে। সেই তালিকায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছে অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেন ও যতীন দাসের নাম।

রাজভবন সূত্রে খবর, এই ডিলিটের জন্য চারটি নামেই অনুমোদন দিয়েছেন আচার্য। এই প্রথম রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে বচ্চনকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য এক্ষেত্রে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, অভিনয় ক্ষেত্রে অনন্য অবদানের জন্য অমিতাভ বচ্চনকে ডিলিটের প্রস্তাব।

এমনকি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অমিতাভ বচ্চন বাংলার জামাই। এবং তাঁর চাকরির জীবনের শুরুটাও কেটেছে কলকাতায়। একাধিক জাতীয় পুরস্কারের সঙ্গে বহু পুরস্কার তাঁর ঝুলিতে। এহেন তারকাকে সম্মানিত করতে চায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে অমিতাভ বচ্চনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles