31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

মাএ ৩ মিনিট ৩০ সেকেন্ডের কম সময় চুরি হাবড়ায়

শান্তনু বিশ্বাস, হাবরা :-

একের পর চুরি হয়ে চলছে হাবরা শহরে। এবার চুরি হয় মাএ ৩ মিনিট ৩০ সেকেন্ডের কম সময়। অল্প বয়সেই একাধিক চুরি করে হাত পাকিয়েছে যুবক। চোখের নিমেষে হাত সাফাই করতে তার জুড়িমেলা ভার। কিন্তু কথায় আছে "চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা"। তাই শেষরক্ষা হল না। মোবাইলের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য। সেই ফুটেজের সাহায্যেই গতকাল গ্রেপ্তার করা হল এক কিশোরকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। বেশ কিছু দিন ধরে মোবাইল কেনার বাহানায় বিভিন্ন দোকানে দোকানে ঢুকে হাত সাফাই করছিল নদিয়ার হরিণঘাটার বাসিন্দা বছর পনেরোর ওই কিশোর। গত ১০ ফ্রেবয়ারী শনিবার সকাল ৯টা ৫মিনিট নাগাদ হাবড়ার ১ নম্বর রেলগেটের কাছে একটি মোবাইলের দোকানে ফোন কেনার বাহানায় ঢোকে সে। সময় বুঝে একটি মোবাইল চুরি করে চম্পট দেয়। পরে দোকানের মালিক চুরির বিষয়টি বুঝতে পারেন। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ নিয়ে তিনি হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এলাকার অন্য ব্যাবয়ায়ী ও বাসিন্দাদের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে দেন যাতে ওই কিশোরকে ধরা সহজ হয়। ভিডিওটি যে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল তার প্রমাণ মিললও ১২ই ফেব্রুয়ারি।



ওই কিশোরকে ফের হাবড়ায় দেখা যায়। সন্দেহ হওয়াতে কয়েকজন বাসিন্দা তাকে ধরে ফেলেন। পরে অভিযুক্তকে হাবড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চুরির দিন সিসিটিভি ফু়টেজে দেখা যাচ্ছে, সবুজ জামা পরে ওই কিশোর দোকানের এক কর্মচারীর সঙ্গে কথা বলছে। তার হাতে একটি মোবাইল রয়েছে। বেশকিছুক্ষণ কথা বলার পর দোকানের কর্মচারী কোনও কারণে ভিতরে যান। এরপরই ওই কিশোর এদিক ওদিক দেখে দোকানের তাক থেকে একটি মোবাইল ফোন তুলে নেয়। পরে ফের এদিক ওদিক দেখে চম্পট দেয়। পুলিশের তরফে জানা যাচ্ছে, ধৃত কিশোর আগেও চুরি করেছে। একাধিক মোবাইল চুরির ঘটনায় যুক্ত সে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি চোরাই মোবাইল। আজ তাকে সল্টলেকের জুভেনাইল আদালতে তোলা হবে। এই ঘটনায় হতবাক হাবড়ার ব্যবসায়ীরা। মোবাইল চুরির তদন্তে হাবড়া সুপার মার্কেট এলাকার এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। চুরির ঘটনায় আরও কেউ জড়িয়ে কি না, তারা তা জানার চেষ্টা করছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles