34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

রাস্তা চওড়া ও ফুটপাত করার দায়িত্ব গ্রহন করলেন ঝাড়গ্রাম পৌরসভার

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

ঝাড়গ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর কর্তৃক শহরের প্রানকেন্দ্র পাঁচমাথার মোড় থেকে শিব মন্দির পর্যন্ত ষাট ডেসিমেল জায়গাতে কোন দোকানকে উচ্ছেদ না করে মূল রাস্তাকে চওড়া ও ফুটপাত করার দায়িত্ব গ্রহন করেন ঝাড়গ্রাম পৌরসভা।

নিত্যদিন যানজন,ঠেলাঠেলি গদাগদির অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পেতে চলেছে ঝাড়গ্রাম পৌর এলাকার বাসিন্দারা। মূলত ঝাড়গ্রাম শহরের প্রান কেন্দ্র পাঁচমাথা মোড় থেকে শিব মন্দির মোড় তথা উড়ালপুল সংলগ্ন এই রাস্তায় ব্যাস্ত সময়ে এক তীব্র যানজটের চেহারা নেয়। ফুটপাত বলে আর কোন কিছুর অস্বিত্ব নেই। রাস্তার উপর দোকানের সারি আর যানবাহনের ভীড় সব মিলিয়ে ঝাড়গ্রাম শহরের প্রান কেন্দ্রটির চেহারা একেবারে পরিকল্পনা বিহীন। আর সেই জায়গা থেকে অরণ্য সুন্দুরী ঝাড়গ্রামকে আরো সুন্দর করে তুলতে ঝাড়গ্রাম পৌর সভার উদ্যোগে রাস্তা চওড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাস্তা চওড়া হওয়ার পাশাপাশি রাস্তার ধারে দোকানদারদের কোন রকম উচ্ছেদ না করে পিপি মডেলে নতুন দোকান করবে পৌর সভা। কারো কোন দোকানের উচ্ছেদ হওয়ার ভয় নেই বলে জানিয়েছেন পুর আধিকারিক। এদিন ১৫ই মার্চ ঝাড়গ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধাকারিক মনোতোষ মন্ডল ঝাড়গ্রাম পুর সভার চেয়ারম্যান দূর্গেশ মল্লদেবের হাতে ষাট ডেসিমেল জায়গা হস্তান্তর করেন। অপরদিকে ঝাড়গ্রাম পুরসভা সূত্রে জানা যায়, শহরের পাঁচ মাথা মোড় থেকে শিব মন্দির পর্যন্ত এই রাস্তার ডান দিক থেকে রাস্তা চওড়া করা হবে। মোট কুড়ি ফুট রাস্তা চওড়া হবে এবং আরো কুড়ি ফুট রাস্তার ধারের দিকটি সরিয়ে ফুটপাত করা হবে। এই রাস্তার ধার গুলিতে একশোর বেশি সংখ্যায় দোকান আছে। পৌরসভার লক্ষ্য আছে একশোর বেশি স্টল পিপি মডেলে গড়ে তোলার। এছাড়াও তিনি সকল দোকানদারদের উদ্দেশ্যে জানান উচ্ছেদ হওয়ার ভয় নেই।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles