39 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বুলডোজার চালিয়ে একটি বেসরকারি স্কুলের পাঁচিল ভাঙলো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট

অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুর:

রীতি মত বুলডোজার চালিয়ে ব্যারাকপুরের একটি বেসরকারি স্কুলের পাঁচিল ও গেট ভেঙে দিল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। তবে সুত্র মারফৎ জানা যাচ্ছে স্কুলটি যে স্থানে অবস্থিত সেই জায়গাটি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের অধীনে। জায়গাটির আসলে লিজ দেওয়া হয়েছিল ব্যারাকপুরের একটি চার্চকে। এই দিনের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রায় ২০ মিনিট ব্যারাকপুরের এস এন ব্যানার্জি রোডে অবরোধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি তুলেছেন মডার্ন স্কুলের প্রিন্সিপাল অমৃতা আইজ্যাক।

এদিকে, এভাবে স্কুলের পাঁচিল ও গেটে ভাঙার দায় ক্যান্টনমেন্ট বোর্ড এর সিইও-র ঘাড়ে চাপিয়েছেন ক্যান্টনমেন্ট বোর্ডে ভাইস প্রেসিডেন্ট কাশীনাথ সাউ। কিন্তু, কী কারণে স্কুলে গেট ও পাঁচিল ভাঙা হল, সে বিষয়ে ক্যান্টনমেন্টের তরফে কিছু জানানো হয়নি। অপর আরও একটি সুত্র মারফৎ খবর, স্কুলকে যতটা জমি দেওয়া হয়েছিল, তার থেকে অনেক বেশি জমি নাকি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তাই স্কুলের গেট ও পাঁচিল ভেঙে দিয়েছে ক্যান্টনমেন্ট।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles