30 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

বাংলাদেশী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথ যাএী সহ পুলিশ

শান্তনু বিশ্বাস, বসিরহাটঃ

১২ই মার্চ রাত দেড়টা নাগাদ বসিরহাট থানার পুলিশের গোপন সুত্র মারফৎ ঘোজাডাঙা সীমান্তের দিক থেকে বসিরহাট শহরে দিকে আগত একটি ট্রাক ধরতে গিয়ে ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষে সামনে চলে আসেন বসিরহাট থানার পুলিশের গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হন এসআই সন্দীপ সরকার ও গাড়ির চালক হান্নান গাজী। যদিও ওই মতো অবস্থাতেও তিনি তাঁর দায়িত্ব পালন করেন অর্থাৎ ট্রাক সহ ট্রাকের চালককে ধরে ফেলেন পুলিশ। বর্তমানে বসিরহাট থানার পুলিশের এসআই ও চালক বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুত্রের খবর, ঘটনার দিন বসিরহাট পুলিশের গোপন সুত্র মারফৎ ঘোজাডাঙা সীমান্ত থেকে আগত একটি বাংলাদেশী ট্রাক (ঢাকা মেট্রো ট-২০৭৪৭৯) ধরতে গিয়ে ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন পুলিশের এসআই সন্দীপ সরকার ও গাড়ির চালক হান্নান গাজী। যদিও স্থানীয় সুত্রে দাবী ওই অবস্থাতেও পুলিশ তাঁর কর্তব্য পালন করেন অর্থাৎ গুরুতর জখম অবস্থাতেও তারা ওই ট্রাক সহ চালককে গ্রেফতার করেন। অভিযোগ, ঘটনার দিন ধৃত ট্রাকটি নিয়ন্ত্রণহীন অবস্থায় কাটিয়াহাট, বিরামনগর ও আটুরিয়া এলাকায় বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। এমনকি রাস্তায় গাছের গুড়ি ফেলে আটকাতে গিয়েও জখম হন স্থানীয় কয়েকজন। এর জেরে আটুরিয়ার বাসিন্দা সাদিকুল গাজী নামে এক পথচারিকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় কলকাতার আরজিকর মেডিক্যাল হাসপাতালে।

অপরদিকেপণ্যবাহী বাংলাদেশী ট্রাক ঘোজাডাঙা পোর্ট লাগোয়া দু’কিলোমিটারের বেশী যাওয়ার অনুমতি না থাকলেও মাঝরাতে ট্রাকটি শহরে ঢুকে পড়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি নিয়ে। যদিও এক্ষেত্রে বসিরহাট পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, ‘নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর খবর পেয়ে তাকে আটকাতে গিয়ে আমাদের দুইজন পুলিশ কর্মী জখম হয়েছে। ট্রাকটি উদ্ধারের সঙ্গে ট্রাকের চালককেও আটক করা হয়েছে। এছাড়া গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles