32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

অসুস্থ অবস্থায় হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন ছাত্রী

শান্তনু বিশ্বাস, মিনাখাঁ:

ফের আরও একবার পুলিশ প্রমান করে দিল যে তারা নির্দয় নয়। তাদের মধ্যেও মানবিকতা কাজ করে। ১৩ই মার্চ মিনাখাঁর ধুতুরদহ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিলকিস খাতুন অসুস্থ হয়ে পরায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে সেলাইন চলা অবস্থাতেই হাসপাতালের বিছানায় বসেই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। আর তাকে এই পরীক্ষা দিতে সাহায্য করেন বিলকিস খাতুন স্কুল কর্তৃপক্ষ ও মিনাখাঁ থানার পুলিশ। মূলত কড়া পাহাড়ায় স্কুল থেকে প্রশ্ন পত্র ও হাসপাতাল থেকে উত্তর পত্র স্কুলে পৌঁছে দেয় পুলিশ।

সুত্রের খবর, এবছর মিনাখাঁর ধুতুরদহ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিলকিস খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে। কিন্তু পরীক্ষার প্রথম দিন অর্থাৎ ১২ই মার্চ পরীক্ষার পরই অসুস্থ হয়ে পড়ে সে। ডায়েরিয়ার লক্ষণ নিয়ে ১২ই মার্চ রাতে তাকে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। কিন্তু তার পরীক্ষা যাতে নষ্ট না হয় তারজন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে। পরীক্ষার্থীর পরিবারের আবেদনের ভিত্তিতে তার জন্য বিশেষ উদ্যোগ নেন স্কুল কর্তৃপক্ষ ও মিনাখাঁ থানার পুলিশ।

এরপর ১৩ই মার্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন সেলাইন চলা অবস্থাতেই হাসপাতালের বিছানায় বসে ইংরেজী পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। আর তাঁর এই পরীক্ষার জন্য কড়া পাহাড়ায় স্কুল থেকে প্রশ্ন পত্র ও হাসপাতাল থেকে উত্তর পত্র স্কুলে পৌঁছে দেয় পুলিশ। বর্তমানে স্কুলের ও পুলিশের এই সহযোগিতায় পরীক্ষা দিতে পেরে খুশি বিলকিস।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles