34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

সুন্দর ত্বক ও চুলের জন্য চালের গুড়ি অত্যন্ত উপকারি, জেনে নিন ব্যবহার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

আমরা প্রতিদিন যে চাল থেকে ভাত খাই সেই চাল থেকেই আপনি পেতে পারেন উজ্জ্বল, দাগহীন নরম ত্বক। তবে রূপ রূপচর্চার ক্ষেত্রে কী করে চাল ব্যবহার করবেন তা জেনে নিন।

১) ইউ ভি প্রোটেকশন:  চালের মধ্যে ফেরিউলিক অ্যাসিড আর allantoin আছে যা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। এছাড়াও চাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টের কাজ করে। তাই রোদে পোড়া ত্বক এবং সান ট্যান সারাতেও কাজে দেয়।

কেমন করে ব্যবহার করবেন:

অল্প চাল গুঁড়ো করে নিন | চাল গুঁড়ো ঠান্ডা দুধে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। সেই পেস্ট এবার মুখে, গলায় আর হাতে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । ভালো ফল পেতে ১ সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন। এমনকি আপনি ঠাণ্ডা জলে দিয়ে মুখ না ধুয়ে চাল ভেজানো জল দিয়েও মুখ ধুতে পারেন।

২) ডার্ক সার্কল : চাল গুঁড়ো দিয়ে খুব ভালো ডার্ক সার্কলের ট্রিটমেন্ট করা যায়। এরজন্য চাল গুঁড়ো, কলা, ক্যাস্টর ওয়েল দিয়ে একটা পেস্ট বানান। এই আই মাস্ক এবার চোখের চারপাশে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কল হাল্কা হবে একই সঙ্গে বলিরেখাও দূর হবে।

৩) এক্সফলিয়েটরের কাজ করে : চাল গুঁড়ো খসখসে হয় ফলে এটা ভালো এক্সফলিয়েটারের কাজ করে। খুব সহজেই ত্বকের মরা কোষ উঠে আসে । এছাড়াও চাল গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেল অ্যাবজর্ব করে নেয় । ফলে আপনার ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে।

এর জন্য চাল গুঁড়ো, চকোলেট পাউডার, চিনি আর মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই পেস্ট এইবার মুখে বা সারা শরীরে লাগাতে পারেন। হাল্কা করে ঘষে ঠান্ডা জলে ধুয়ে নিন। তবে মনে রাখবেন এটা ব্যবহার করার সময় একেবারের জন্যও জোরে জোরে ঘষবেন না।

[espro-slider id=2127]

৪) স্কিন হোয়াইটনিং : চালের মধ্যে অনেক রকমের মিনারেল, ভিটামিন আর অ্যাসিড আছে যা ত্বক ফর্সা করতে সাহায্য করে। এছাড়াও ত্বককে উজ্জ্বল করে। এর জন্য চাল গুঁড়ো, মধু আর টক দই মিশিয়ে মুখে আর গলায় লাগিয়ে নিন। পুরোটা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ত্বক ফর্সা উজ্জ্বল তো হবেই তার সঙ্গে ত্বক নরম হবে।

৫) পিম্পলস, বলিরেখা আর এজ স্পট দূর করে : চাল গুঁড়ো খুব সহজেই বলিরেখা, পিম্পল দূর করে।

এর জন্য এক চা চামচ চাল গুঁড়ো, শশার রস আর লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। মুখে এই পেস্ট লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জলে দিয়ে ধুয়ে নিন। রোদ থেকে এসেও এই ফেস প্যাক ব্যাবহার করতে পারেন।

৬) চুল নরম আর সোজা করে : চালের মধ্যে স্টর্চ থাকে যা চুল সোজা করতে সাহায্য করে। এর জন্য চাল গুঁড়ো আর মুলতানি মাটি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এই হেয়ার প্যাক লাগালে চুল স্ট্রেট হবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles