35 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

তামিলনাড়ুতে দাবানলের কবলে পর্বতারোহনের প্রশিক্ষণরা, মৃত ৯

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে দাবানলের ফলে মৃত্যু হয় পর্বতারোহনের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া ৯ জনের। তাদের মধ্যে রয়েছে ৪জন মহিলা ও ১টি শিশুও। তবে এই ঘটনার জেরে আহত হন ১০ জন এবং ৮ জনের অবস্থা গুরুতর।

মূলত ১১ই মার্চ পর্বতারোহণের প্রশিক্ষনে গিয়ে ৩৬ জন প্রশিক্ষণ দাবানলের কবলে পড়েন। এর জেরে ১২ই মার্চ সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকার্যে গড়ুর কম্যান্ডো ফোর্সের ১৬ জন কম্যান্ডো উদ্ধারকার্য চালাচ্ছেন। এর দরুন বায়ুসেনার ৪টি চপারও কাজে লাগানো হচ্ছে। আরও ১টি চপার তৈরি রাখা হয়েছে। এমনকি উদ্ধারকার্য দেখভাল করার জন্য যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।

পুলিশি সুত্রে খবর, কোয়েম্বাত্তুর ও এরোড থেকে ছাত্র-ছাত্রীরা কুরাঙ্গাই-কোঝুকু পার্বত্য অঞ্চলে পর্বতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১১ই মার্চ দুপুরে হঠাৎই দাবানল শুরু হলে তাঁর কবলে পড়ে যান সকল পর্বতারোহনের ছাত্র-ছাত্রীরা। এরপর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্য শুরু করেন। পরে বন দফতর ও দমকল বিভাগের কর্মীরাও উদ্ধারকার্যে যোগ দেন এবং পাঠানো হয় মেডিক্যাল টিমও।

উল্লেখ্য ঘটনার দিন ছাত্র-ছাত্রীদের দাবানলে আটকে পড়ার খবর আসতেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে যোগাযোগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এরপর তাকে সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রতিরক্ষামন্ত্রী। শুরু হয় উদ্ধারকার্য। উদ্ধারকার্য চলাকালীন থেনির কালেক্টরের সঙ্গেও যোগাযোগ রাখচ্ছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles