40 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

যৌন হেনস্থা রুখতে রাজ্য সরকারের ৮ দফা কড়া নির্দেশ স্কুলগুলিকে

ওয়েবডেস্ক, বেঙ্গলটুডে, কোলকাতাঃ

জিডি বিড়লা, এমপি বিড়লা, কারমেল স্কুলের পরে আলিপুর মাল্টিপারপাসে খুদে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। কোথাও শিক্ষক তো কোথায় অশিক্ষক কর্মীচারীরা বারবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসছে। তাই চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশন করে তারপরে চাকরিতে নিতে হবে। পুলিশ ভেরিফিকেশন না করে কাজে নিয়োগ করা যাবে না বলে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। এমনকি সরকারি-বেসরকারি সমস্ত স্কুলের চালক, খালাসিদেরও কাজ পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। এই মর্মে রাজ্য শিক্ষা দফতর থেকে ১৮ দফা নির্দেশিকা পৌঁছে গিয়েছে স্কুলগুলিতে। 

এরই পাশাপাশি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নজরদারিতে বিশেষ কমিটিও গড়া হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব স্কুলের জন্যই এই নিয়ম চালু হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। শিক্ষা দফতরের নির্দেশিকা মোতাবেক, স্কুলগুলিতে যে কমিটি গড়া হবে তাতে শিক্ষক, অভিভাবক, পুলিশ ও সরকারের প্রতিনিধি থাকবেন। মাসে অন্তত একবার বৈঠক করে সরকারকে রিপোর্ট পেশ করতে হবে।

কয়েকটি  নিয়ম হল -

  1.  স্কুল চত্বরে জল জমা বনধ করতে হবে।
  2.  স্কুলের প্রধান শিক্ষক মিড-ডে মিল খাওয়ার পর তা পড়ুয়াদের পরিবেশন করতে হবে।
  3.  সরকার থেকে পানীয় জল পরীক্ষা করার পর তা ছাত্রছাত্রীদের দেওয়া যাবে।
  4.  ব্লু হোয়েলের মতো খেলা ও সাইবার অপরাধের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মনে সচেতনতা গড়ে তুলতে হবে।
  5.  ছাত্রছাত্রীদের গুড ও ব্যাড টাচ কী তা শেখাতে হবে।
  6.  স্কুলে সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।
  7.  ছাত্রছাত্রীদের জন্য আলাদা শৌচালয় তৈরি করতে হবে।
  8.  বাসচালক ও খালাসিরা যাতে স্কুলে ঢুকতে না পারেন তার ব্যবস্থা করতে হবে।

যে নিয়মগুলি বলা হয়েছে তা প্রতিটি স্কুলকে মানতে হবে। অ্যথায় সরকার অনুমোদন বাতিল করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles