38.8 C
Kolkata
Tuesday, April 23, 2024
spot_img

ফের লেলিনের মূর্তি ভাঙা পড়ল ত্রিপুরায়

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

সম্প্রতি ত্রিপুরায় রাজনীতিতে পরিবর্তন এসেছে। ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে সরকার গড়েছে বিজেপি। ৩ রা মার্চ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। আর তারপরই ৬ ই মার্চ ত্রিপুরার বেলোনিয়া শহরে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙার পর ভারত মাতা কি জয় শ্লোগান দিতে দেখা যায় একদল ব্যক্তিকে।এরপরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তারমধ্যে ফের একবার দক্ষিণ ত্রিপুরার সাবরুমে ভাঙা হল লেনিনের আরও একটি মূর্তি। ৪৮ ঘন্টার মধ্যে পর পর দুবার একই ঘটনা।

যদিও ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় এই বিষয়ে বলেন, এই ঘটনাকে হিংসা নয় দুষ্কৃতীদের তাণ্ডব হিসেবে বর্ণনা করেছেন। এমনকি এই ঘটনায় সে রাজ্যের রাজ্যপাল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসনকে। অপরদিকে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, লেনিন 'সন্ত্রাসবাদী', তাঁর মূর্তি ধ্বংস করা ঠিক কাজ। এমন ব্যক্তির মূর্তি ভারতে প্রতিষ্ঠা করা কতটা যুক্তসঙ্গত, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles